আলমডাঙ্গায় শ্বাসরুদ্ধ অভিযান চালিয়ে ৮ ঘন্টার মাথায় অপহরণের শিকার শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে থানা চত্তরের চুয়াডাঙ্গার এডিশনাল এসপি জাহাঙ্গীর আলম প্রেস ব্রিফিং করেন।
আনুষ্ঠানিক ভাবে অপহৃত শিশুকে তার পিতার নিকট হস্তান্তর করে পুলিশ। পুলিশ অপহরণের ঘটনায় ৫ জন আসামিকে আটক করেছে।
উল্লেখ্য, আলমডাঙ্গার পৌর এলাকার কলেজ পাড়ায় বুধবার (৩১ মার্চ) বিকেলে বাড়ির সামনে খেলার সময় শিশুটিকে কৌশলে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
রাতে শিশুটির বাবার কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওই রাতেই শিশুর বাবা আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ অপহৃত শিশুকে উদ্ধার করে এসময় অপহরণের সাথে সম্পৃক্ত ৫ জনকে আটক করে।