আলমডাঙ্গায় অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইট ভাটার মালিককে চার লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল থেকে দুপর পর্যন্ত আলমডাঙ্গা উপজেলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী নির্বাহি ম্যাজিস্ট্রেট (এনডিসি) জাকির হোসেন।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলায় প্রায় ২০ টি ইট ভাটা রয়েছে। কিছু ভাটায় বৈধ কাগজপত্র থাকলেও অনেক ভাটায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ভাটা পরিচালনার নবায়ন সনদপত্র। এছাড়াও দীর্ঘদিন যাবৎ আলমডাঙ্গা উপজেলায় ৫/৬ টি ইট ভাটায় কয়লার বদলে পুড়ানো হচ্ছে বনজ গাছপালা। যা পরিবেশের জন্য ক্ষতিকর।
তারই ধারাবাহিকতায় আলমডাঙ্গার দুটি ভাটায় জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট জাকির হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় কুমারি ইউনিয়ন বন্ডবিল এলাকার মতিয়ার রহমান বাবুর (এমএসবি) ব্রিকসে ২ লাখ টাকা ও ডাউকি ইউনিয়নের বিনেতপুর যমুনা মাঠের শহিদুল ইসলামের ইট ভাটায় ২ লাখ টাকা জরিমানা করেন।
মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে জেলার নির্বাহি ম্যাজিস্ট্রেট (এনডিসি) জাকির হোসেন বলেন, আলমডাঙ্গায় অবৈধ দুটি ইট ভাটায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। যাদের ইট ভাটার কাগজপত্রে ত্রুটিপূর্ণ রয়েছে তারা যেনো দ্রুত কাগজপত্র সংশোধন করে নেয়। পরিবেশ ও ভাটা পরিচালনার কাগজপত্র না করলেও আবারো পর্যায়ক্রমে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।