‘সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ এই প্রতিপাদককে সামনে রেখে বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের উদ্যেগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে একযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও আতশবাঁজির মাধ্যমে পালন করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর হতে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে উপস্থিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় আলমডাঙ্গা উপজেলা সমাজ সেবা অফিসার আফাজ উদ্দীনের উপস্থাপনায় ও উপজেলা নির্বাহি অফিসার লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমা শারমিন,
উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস-চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত,
উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা সাইলা শারমিন, উপজেলা মহিলা তথ্য আপা স্নিগ্ধা দাস, অগ্নি সেনা মুক্তিযোদ্ধা মইনুদ্দিন, আলমডাঙ্গা সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ প্রমুখ।
মেপ্র/ আরপি