আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সাম্পাদক কাজী রবিউল হক হ্নদরোগে আক্রান্ত। তাকে দেখতে আসেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।
সম্প্রতি ঢাকায় অবস্থান কালে এক সময়ের তুখোড় ছাত্রলীগ নেতা, ৯০ এর গণ আন্দোলনে নেতৃত্বদান কারি তৎকালিন ছাত্রলীগের সভাপতি, ১৯৭১ সালে আলমডাঙ্গা মুজিব বাহীনি কমান্ডার কাজী কামালের ছোট ভাই বর্তমান আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রবিউল হক হ্নদরোগে আক্রান্ত হয়ে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা: রেজাউল হক বুলবুলের অধিনে চিকিৎসা ধীন অবস্থায় ভারতের টাটা বিড়ালা হার্ড রিসোর্স সেন্টারের হ্নদ রোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভ দত্তের অধিনে চিকিৎসাধীন আছে।
তার পরিক্ষা করার পর ডাক্তার তাকে সম্পুর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। সে মোতাবেক সে ভারত থেকে বাড়ী আসলে গতকাল সন্ধায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ব হোসেন তাকে দেখতে তার বাবুপাস্থ বাসভবনে যান, এবং স্বাস্থের খোজখবর নেন। তার সর্যাপর্শে বেশ কিছু সময় অতিবাহিত করেন।
তার স্ত্রী সাবেক পৌর কাউন্সিলর নাসিমা পারভীন বিউটি এবং এক মাত্র কন্যা অ্যাড. স্নিগ্ধা, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, ডা: হেলাল, আব্দুর রশিদ, আজিজুুল হক, দৈনিক সময়ের সমীকরনের আলমডাঙ্গা অফিস প্রধান হামিদুুল ইসলাম আজম ও পৌর কাউন্সিলর কাজী আলী আসগার সাচ্চু।
এ সময় উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন তাকে আস্বাস দেন যেন দুশ্চিন্তা না করে, আমরা সব সময় তোমার পাশে থাকব।
মেপ্র/ আরপি