আলমডাঙ্গার রোয়াকুলি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে নারী পুরষসহ ৪ জন গুরুত্বর আহত হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুত্বর আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি জোরগাছা গ্রামের রমজান আলীর ছেলে মোহাম্মদ আলী (৪৫), মৃত আহম্মেদ মন্ডলের ছেলে ফিরোজ আলী (৭০), মৃত হারুন মন্ডলের ছেলে আইয়ুব আলী (৬৫), ঘোলদাড়ি বাজারস্থ শ্রী হরিনাথের স্ত্রী শ্রী জোসনা (৪০)।
সোমবার বিকেলের মুন্সিগঞ্জ থেকে আলমসাধু যোগে আলমডাঙ্গায় আসছিলো। এসময় গাড়ি দ্রুত গতিতে যাবার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় গাড়ি চালকসহ ৪ জন গুরুত্বর আহত হয়। স্থানীয়দের সহযোগীতায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।