চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কচু ক্ষেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আনোয়ার হোসেন গ্যাদা (৫০) নামের এক কৃষক মারা গেছেন। সোমবার দুপুরে উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টার দিকে আনোয়ার হোসেনের স্ত্রী শাহানারা খাতুন ছাগল নিয়ে গ্রামের নূর ইসলামের ছেলে রনির কচু ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এ নিয়ে রনি সাথে শাহানারার কাটাকাটি হয়। এসময় রনি শাহানারাকে মারধর করে। খবর পেয়ে আনোয়ার হোসেন ছুটে এলে তাকেও মারধর করে রনি। মারধরের এক পর্যায়ে আনোয়ার হোসেনকে একটি গাছের সাথে ধাক্কা মারে রনি। এতে ঘটনাস্থলে মারা যান আনোয়ার হোসেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর জানান, কচু ক্ষেতে যাওয়াকে কেন্দ্র করে মারধরে একজন মারা গেছে শুনেছি। কিন্তু এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ দিল ব্যবস্থা নেয়া হবে।