আলমডাঙ্গায় মাদক সেবনের অপরাধে গাউসুল কাউনাইন সুষম (৩৮) নামে এক যুবককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে হারদি এমএস জোহা কলেজ মাঠে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ। সাজাপ্রাপ্ত গাউসুল কাউনাইন সুষম আলমডাঙ্গা শহরের বাবুপাড়ার মৃত হিলু কাউনাইনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হারদি এমএস জোহা কলেজ মাঠে অভিযান চালায় ওসমানপুর ক্যাম্প পুলিশের উপ-সহকারী পরিদর্শক আনোয়ার হোসেন।
এসময় মাদক সেবনের সময় সরঞ্জামসহ আটক করা হয় গাউসুল কাউনাইন সুষমকে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গাউসুল কাউনাইন সুষমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রেজওয়ানা নাহিদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ এর আইনে মাদকসেবনের দায়ে যুবককে এক বছরের বিনাশ্রম কারান্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।