আলমডাঙ্গার কালিদাসপুর দেয়ালচাপা পড়ে মনিরুল ইসলাম (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১০টার দিকে উপজেলার কালিদাসপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মনিরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের সোনা মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন তার নিজের চাতালের গোডাউন সংস্কারের জন্য রাজমিস্ত্রি ও টিন মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছিলো। শনিবার সকালে ওই গোডাউনের কাজ করে মনিরুল ইসলাম।
সকাল ১০ টার দিকে গোডাউনের বাঁশ খুঁলতে গেলে ছিটকে পড়ে মনিরুল। শরীরের উপরে ভেঙে পড়ে ইটের প্রাচিল। গুরুত্বর আহত হয় মনিরুল। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিনমজুর মনিরুল নিহতের ঘটনাটি আসাননগর গ্রামে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নির্মাণাধীন কাজের সময় শ্রমিক মনিরুল ইসলামের মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।