আলমডাঙ্গার ডাউকি গ্রামে মাদক সেবনের অপরাধে উজ্জল হোসেন (২২) নামের এক যুবককে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেল ৩ টার দিকে ডাউকি গ্রামে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর এ আদেশ দেন।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার ডাউকি গ্রামের আশরাফুল হকের ছেলে উজ্জল হোসেন। সে দীর্ঘদিন যাবৎ গাঁজা সেবন করে আসছিলো।
এ নেশাযুক্ত দ্রব্য সেবনের কারণে প্রতিবেশিদের বিভিন্ন ধরণের উত্তেজোনা সৃষ্টি করে আসছিলো। এছাড়াও কেউ তাকে গাঁজা সেবনে নিষেধ করলে তাকে মারপিট করতো বলে এলাকাবাসী অভিযোগ করতো।
উজ্জলের গাঁজা সেবন ও উৎশৃঙ্খলা আচরণের জন্য থানা পুলিশকে অবগত করে এলাকাবাসী। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ উজ্জলের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এসময় উজ্জলের নিকট থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। বিষয়টি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌছায় কর্মকর্তা।
উজ্জলের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।