আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামের দোকান থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ মালামালের সাথে চোরচক্রের হোতাসহ পাঁচ সদস্যকেও আটক করেছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে মুসলধারে বৃষ্টির সময় রোয়াকুলির বটতলায় ইউনুস আলীর মাসুদ স্টোরে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। চোরচক্র দোকানের তালা ভেঙে প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল ও নগদ ত্রিশ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
দোকানের মালিক একই গ্রামের কিয়ামুদ্দিনের ছেলে ইউনুস আলী সকালে দেখতে পান তার দোকানে অবশিষ্ট কিছুই নাই। তিনি শুক্রবার সকালে থানায় অভিযোগ দায়ের করেন।
এরপর পুলিশ রোয়াকুলি গ্রামের খেদের আলীর ছেলে সন্দেভাজন হিদাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এতেই চোরের থলের বিড়াল বেরিয়ে পড়ে। হিদা চুরির আদ্যপান্ত সব পুলিশের কাছে স্বীকার করে।
হিদার স্বীকারোক্তি মোতাবেক এই গ্রামের অপর চোর মৃত আব্দুল কাদেরের ছেলে লালু, আলী আকবরের ছেলে জামাল, আজিবর হোসেনের ছেলে রকি ও ইসমাইল হোসেনের ছেলে রোকনকে আটক করে।
থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর বলেন, চুরি যাওয়া মালামাল উদ্ধারের সাথে চোরচক্রক্রে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।