আলমডাঙ্গায় চুরি যাওয়া মোটরসাইকেলসহ চোরচক্রের মূল হোতা আফজালকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে মীরপুর থানার ইশেলমারী গ্রাম থেকে মোটরসাইকেল উদ্ধার করে। সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চক হারদী গ্রামের লুৎফর রহমানের ছেলে আফজাল।
পুলিশ সূত্রে জানাগেছে, গত সোমবার আলমডাঙ্গার বেলগাছি গ্রামের হজরত আলীর ছেলে সবুজ আলী সন্ধ্যায় শিশুকন্যাকে নিয়ে ঈদের পোষাক কিনতে আসে।
নতুন পালসার মোটরসাইকেল রেখে দোকানে ঢুকলে ওত পেতে থাকা চোর আফজাল কৌশলে গাড়ি নিয়ে যায়। পরে, গাড়ির মালিক সবুজ আলী এসে তার গাড়ি না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করে। মোটরসাইকেল চুরির ঘটনাটি শহরে দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে।
সোমবার রাতেই আলমডাঙ্গা থানায় সাধারণ ডাইরী করে সবুজ। ওই ডাইরীর ভিত্তিতে আলমডাঙ্গা থানাপুলিশ গাড়ি উদ্ধারে মাঠে নামে। পুলিশ সংগ্রহ করে বিভিন্ন দোকানের ফুটেজ।
আলমডাঙ্গা থানার পরিদর্শক ওসি অপারেশন একরাম, উপ-পরিদর্শক এসআই সুফল কুমার বিশ্বাস, সহ উপ-পরিদর্শক এএসআই হামিদুল ইসলাম তথ্য প্রযুক্তি ও ভিডিও ফুটেজের মাধ্যমে চোর আফজালকে আলমডাঙ্গার লালব্রিজের নিকট থেকে গ্রেফতার করে।
পরে, পুলিশের জিজ্ঞাসাবাদে মীরপুর থানার ইশেলমারী গ্রাম থেকে মোটরসাইকেল উদ্ধার করে। চোর আফজালের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করা হবে।
এ ঘটনায় আলমডাঙ্গা থানার পরিদর্শক ওসি সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে সবুজ নামে এক যুবকের মোটরসাইকেল চুরি হয়। চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে চোর আফজালকে।