আলমডাঙ্গার আসমানখালি ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ে ফাহিমা নামের এক প্রবাসীর স্ত্রী। ঘটনাটি গতকাল রবিবার বিকেল ৩ টার দিকে উপজেলার আসমানখালি বাজার প্রাঙ্গণে ঘটেছে।
প্রবাসী স্ত্রীর চিৎকারে এলাকার জনসাধারণ ছিনতাইকারীকে ধরে উত্তম মাধ্যম শেষে পুলিশে দেয়।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের সাহেবপুর গ্রামের প্রবাসী শাহিনের স্ত্রী ফাহিনা খাতুন গতকাল রবিবার বিকেল ৩ টার দিকে আসমানখালি বাজারের অগ্রণী ব্যাংকে টাকা উত্তোলন করতে যায়।
ফাহিনা খাতুন ব্যাংক থেকে ৫০ হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলো। এ সময় দামুড়হুদা থানার বড়-দুধপাতিলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে ছিনতাইকারী বিপ্লব ওরফে কালু ওঁত পেতে থাকে।
ফাহিনা বাড়ি ফেরার জন্য আসমানখালি বাজারে গাড়ির জন্য অপেক্ষা করছিলো। তার হাতে টাকার ভ্যানেটি ব্যাগ ছিলো। ছিনতাইকারী কালু ওই ব্যাগ হাত থেকে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।
ফাহিনা চিৎকার দিলে আসমানখালি বাজারের উপস্থিত ক্যাম্প পুলিশের আইসি এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স ও সাধারণ জনগণ ছিনতাইকারী কালুকে ধাওয়া করে।
সাধারণ জনগণ ছিনতাইকারী কালুকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ কালুকে ছিনতাই এর অভিযোগে আটক করে। পরে তাকে হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করে। আজ সোমবার সংশ্লিষ্ট মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানা গিয়েছে।