আলমডাঙ্গা হারদী উপজেলা স্বাস্থ কমপ্লেক্স হারদীতে জলাতঙ্ক রোগ বিষয়ে অবহিতকরন সভা অনুষ্টিত হয়েছে।গতকাল সকাল ১০ টার দিকে হারদী হাসপাতেলর হলরুমে সভায় সভাপতিত্বে করেন,উপজেলা স্বাস্থ প,প,কর্মকর্তা ডাঃ হাদী জিয়াউদ্দিন আহম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদীর গনু। তিনি বলেন জলাতঙ্ক রোগের কোন ঔষধ পৃথীবিতে আবিস্কার হয়নি। তবে জলাতঙ্ক রোগ সম্পর্কে জনগনকে সচেতন করা অতিব জরুরি,আমরা সরকারি ভাবে পৌর সভার মাধ্যমে কুকুর নিধন অভিযান চালিয়ে প্রতিবছর শতাধিক কুকুর মারা হয়ে থাকে। তবে এখন পরিবেশ বিদগন কুকুর নিধনের বিরোধিতা করায়,আমরা আগে মানুষকে ভ্যাকক্সিন দিতাম,এখন কুকুরকে ভ্যাক্সিন দিচ্ছি।তিনি আরো বলেন আমরা ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মুল করব। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি কাউছার আহম্মেদ বাললু,ডাঃ সজিব,ডাঃ নাশরিন আক্তার। সিডিসি মহাখালি ঢাকার এমডিভি সুপার ভাইজার কে এম তাহমিদের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যান সমিতির সম্পাদক নুরুল ইসলাম নুরু,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃআব্দুল্লাহিল কাফি,উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা,ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু,আবু সাইদ পিন্টু,আবুল কালাম আজাদ,আব্দুস সালাম বিল্পব,প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু,সম্পাদক হামিদুল ইসলাম আজম,প্রধান শিক্ষক আলহাজ্ব রাকিবুস সালেহীন,পৌর সভার কন্জারভেন্সি ইনস্পেক্টর আসাদুল ইসলাম প্রমুখ।
আলমডাঙ্গা প্রতিনিধি: