আলমডাঙ্গায় জাতীয় স্যানিটেশন ও বিশ্বহাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষের্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্নাঢ্যর্যালী শহরে প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে শিক্ষার্থীদের হাতধোয়া বিষয়ে সচেতনা মুলক প্রশিক্ষণ দেওয়া হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।
সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন, সকলের হাত, পরিছন্ন থাক এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান। অ্যাড: সালমুন আহম্মদ ডন। তিনি বলেন আমাদের প্রাত্যহিক জীবনের সাথে স্যানিটেশন ও হাত ধোয়ার বিষয়টি জড়িয়ে আছে।
বর্তমানে আমাদের উপজেলায় প্রায় প্রতিটি বাড়ীতে স্যানিটেশন পায়খানার ব্যাবস্থা আছে, তাপরও খোজ নিয়ে জানাগেছে, গ্রামীণ জনপদে বহু বাড়ীতে স্যানিটেশনের আওতায় আসেনি, এবং ক্যানেলপাড়া, ফকিরপাড়া, সহ বিভিন্ন ছান্নমুল পরিবেশে স্যানিটেশন পৌছায়নি, তাদেরকে স্যানিটেশনের আওতায় আনতে হবে।
এবং স্কুলের ছেলেদের ভাত বা অন্য যে কোন খাবার খাওয়ার আগে এবং মলত্যাগের পর সাবান দিয়ে হাত ধুতে সচেতনা বৃদ্ধি করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারি, পৌরসভার প্যানেল মেয়র সদরউদ্দিন ভোলা, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, নির্বাচন অফিসার কেজি মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা আফাজ উদ্দিন।
ব্রাক ওয়াস কর্মসুচির কর্মকর্তা হাফিজুর রহমানের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এস আই হেলেনা, পৌর স্যানেটারি পরিদর্শক বিল্লাল হোসেন, ইনেস্ট্রাকটর আনোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ব্রাক ওয়াস কর্মসুচির ম্যানেজার সাইফুল ইসলাম, শিক্ষক ছায়ারানী, শিক্ষার্থী বৃন্দ প্রমুখ।
আলমডাঙ্গা প্রতিনিধি