আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্টিত। গতকাল বাদ আসর বিক্ষোভ মিছিল শেষে আলতায়েবা মোড়ে শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে আমির সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ দারুস ছালাম।
উপজেলা জামাতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন পৌর আমির মোঃ মাহের আলী, পৌর নায়েবে আমির নজরুল ইসলাম, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন।
এসময় উপজেলা আমির দারুস ছালাম বলেন, বৈশ্যম্যবিরোধি ছাত্রআন্দোলে সৈরাচারি হাসিনা সরকারের পতন হয়। সৈরাচারের পতনের পর থেকে দেশে এখন ক্রান্তিকাল চলছে, ইতোমধ্যে অন্তবর্তিকালিন সরকার প্রতিষ্টিত হয়েছে, তারা দেশ সংস্কারের কাজ করছে। এর মধ্যে দেশে অস্থিতি শীল করতে পতিত সৈরাচারি করকারের দোষররা আবারও নানা রকম পায়তারা করছে, আমরা যে কোন মুল্যে ছত্রদের আন্দলনের ফসল নষ্ট হতে দেব না। তাই আসুন আমরা হিন্দু, মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সকলে একত্রে মিলে মিশে দেশটাকে সুন্দর করে গড়ে তুলি। কেউ কোন রকম বিশৃঙ্খলা করতে চাইলে আপনারা তাকে আইনের হাতে তুলে দেবেন।
সভায় বক্তরা আরো বলেন সাবেক সৈরাচারি সরকার এই দেশে জুলুম নির্যাতন চালিয়ে ইসলামি চেতনায় বিশ্বাসি দলগুলিকে চরম ভাবে নির্যাতন করেছে, আমরা রাজনৈতিক ভাবে তাদের মোকাবেলা করব, কোন ভাবেই আইন নিজের হাতে তুলে নেব না। জনগন আমাদের বিশ্বাস করে, তাই আমরা জনগনকে নিয়ে তাদেরকে প্রতিরোধ গড়ে তুলব। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহ- সেক্রেটারি প্রভাসক শফিউল আলম বকুল, পৌর সেক্রেটারি শেখ নুর মোহাম্মদ টিপু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম, পৌর শিবিরের সভাপতি আক্তারুজ্জামান, জামাত নেতা ইউসুপ আলী মাষ্টার, বেলাল হুসাইন, শাজাহান আলী, আমানউদ্দিন, সামসুল ইসলাম, সজিবুল ইসলাম, ফজলুল হক প্রমুখ।