চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জিকে (গঙ্গা-কপোতাক্ষ) খালের পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন।
সোমবার এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম ও এনডিসি সিব্বির আহমেদ।
পানি উন্ন্য়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবৎ আলমডাঙ্গা জিকে খালের পাশে অবৈধভাবে গড়ে ওঠে বাড়িঘর।
অনেকে আবার রাস্তার পাশে পাকা ঘর তৈরী করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আলমডাঙ্গার জিকে খালের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হয়।
এর আগে গত ৩ ডিসেম্বর খালের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো সড়িয়ে নিতে পানি উন্নয়ন বোর্ড থেকে নোটিশ দেয়া হয়েছিল।
এই অভিযান সোমবার থেকে শুরু হলেও অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।
এদিকে অবৈধ স্থাপনার মালিকেরা জানান, বিভিন্ন সময়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের মাধ্যমে খালের পাশের জমি লীজ নিয়ে স্থাপনা নির্মান করেছে তারা।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, জিকে খালের পাশে ২৮৪ জন অবৈধ দখলদার আছে। নদী খালের পানি প্রবাহকে চলমান রাখতেই নদীর পাশে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
– চুয়াডাঙ্গা প্রতিনিধি