আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করার অপরাধে তিনজন মাদকসেবীকে তিনমাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। জব্দ করা হয়ে ১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবনের সরাঞ্জাম।
আজ রবিবার বেলা সাড়ে ১১ টায় তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কালিদাসপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২৬),পৌরসভা এলাকার কলেজপাড়ার আলী হোসেনের ছেলে নাসির উদ্দিন (৩১) ও গোবিন্দপুর গ্রামের মৃত খাজা আহম্মেদের ছেলে শামিম আহম্মেদ (৩৮)।
আদালত সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাপুলিশের একটি দল পৌরসভার হাউসপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবনের সরাঞ্জামসহ তিনজনকে সেবন অবস্থায় আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর (৩৫)৪ ধারায় ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
তথ্য নিশ্চিত করে থানার উপ-পরিদর্শক এসআই লিটন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকসেবনরত অবস্থায় তিনজন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।