চুয়াডাঙ্গার আলমডাঙ্গা চিৎলা ইউনিয়নের চিৎলা হুদাপাড়া গ্রামে ঘটেছে সিনেমেটিক ঘটনা। এক মেয়ের দুই প্রেমিককে নিয়ে বেধেছে তুমুল দ্বন্দ। সবশেষে কোপাকুপি করে হাসপাতাল পর্যন্ত গড়ায় বিষয়টি।
স্থানীয় সুত্রে জানা যায়, চিৎলা গ্রামের হুদাপাড়ার সাবেক মেম্বর আশকার আলির ছেলে মাসুদ(২৫)ও হাবিবুরের ছেলে আলাল (২৪)দুজনেই একই গ্রামের ঝন্টুর মেয়ের প্রেমের ফাঁদে পড়ে।
চলমান প্রেম ত্রিমুখী প্রেম কাহিনী অবশেষে একে অপরে জানাজানি হলে তৈরি হয় দুই প্রেমিকের মধ্যে তুমুল শত্রুতা। এরই জের ধরে আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মাসুদ ও আলালের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায় বিষয়টি হাতাহাতি তে রূপ নেয়। এসময় আলাল ইট দিয়ে মাসুদকে লক্ষ্য করে আঘাত করে। পরে মাসুদ ও ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা দেশীয় অস্র দিয়ে আলালকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
পরে স্থানিয় লোকজন আলালকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে, তার মাথায় গুরুতর ক্ষত হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছিল।