আলমডাঙ্গায় ভুট্টা বোঝাই ট্রাক উল্টে চালক ও তার সহকারী নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের ওহিদুল ইসলামের ছেলে ট্রাক চালক আলামিন ও একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে তার সহকারী আশিক।
জানাযায়, দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ওহিদুল ইসলামের ছেলে ট্রাক চালক আলামিন একই এলাকার হেলপার হাফিজুর রহমানের ছেলে আশিক। সোমবার ১২ টার দিকে ইব্রাহিমপুর এলাকা থেকে ট্রাকে ভুট্টা লোড দিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলো।
এসময় বিপরীত দিক থেকে আলমডাঙ্গায় আসছিলো বালি বোঝাই ড্রাম ট্রাক। দুই ট্রাক মুখোমুখি হলে ভুট্টা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ক্যানেলের পাশের গাছ ভেঙে উল্টে যায়। ট্রাক চালক আলামিন ও হেলপার আশিক ঘটনাস্থলে রক্তাক্ত জখম হয়ে মারা যায়। চাপা পড়ে ট্রাকের নিচে।
স্থানীয়রা জানান, দুপুরে শ্রীরামপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের কাছে আলমডাঙ্গা-কুষ্টিয়া হাইওয়ে সড়কে নারায়ণগঞ্জগামী ভুট্টাবোঝাই একটি ট্রাক কুষ্টিয়াগামী ড্রাম ট্রাককে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা কড়ই গাছের সাথে ধাক্কা খায় ও পাশের খাদে উল্টে যায়। সাথে সাথেই ঘটনাস্থলে ট্রাকচালক আলামিন ও সহকারী আশিক হোসেন নিহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা। স্থানীয়দের সহযোগীতায় দীর্ঘ সময় পর নিহত ট্রাক চালক ও হেলপারের লাশ উদ্ধার করে।
আলমডাঙ্গা থানা পুলিশ সুরতহাল রিপোর্ট সংগ্রহের পর পোষ্ট মর্টেম রিপোর্টের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় আলমডাঙ্গা থানার পরিদর্শক ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দুপুরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুজনের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।