আলমডাঙ্গায় ২টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল রোববার দুপুর ১২টায় উপজেলার হাইরোড ও আলমডাঙ্গা বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। এ সময় আলমডাঙ্গা বাজারে মেসার্স সততা স্টোর নামক কসমেটিকস প্রতিষ্ঠানে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একটি প্রতিষ্ঠান মেসার্স সৌখিন কসমেটিকস ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, অভিযানে কসমেটিকস, গার্মেন্টস পোশাক, জুতার দোকান, মুরগী, তরমুজ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় আলমডাঙ্গা বাজারে মেসার্স সততা স্টোর নামক কসমেটিকস প্রতিষ্ঠানে অভিযানে আমদানিকারকের ট্যাগ বিহীন অবৈধ বিদেশি ও অননুমোদিত কসমেটিকস বিক্রয়ের অপরাধে মালিক আখতার আবজালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৭ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করে।
অপর একটি প্রতিষ্ঠান মেসার্স সৌখিন কসমেটিকস এর মালিক আলমগীর হোসেনকে নিম্নমানের নকল, মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ বিদেশি কসমেটিকস বিক্রয়ের অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ২টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জুতার দোকান, গার্মেন্টস পোশাক, মুরগী, তরমুজসহ বেশকিছু প্রতিষ্ঠান তদারকি করা হয়। সবাইকে সতর্ক করে দেয়া হয় ন্যায্য লাভে পণ্য বিক্রয় ও ভোক্তাকে ঠকানো ব্যবসা পরিহার করতে বলা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন এস আই সমীর এর নেতৃত্বে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম। আরিএই অভিযান অব্যাহত থাকবে।