চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গায় নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।
রবিবার সকাল ১১ টার দিকে আলমডাঙ্গায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে তিনি মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভা এমপি সেলুন জোয়াদ্দার বলেন, আজ আমরা স্বাধীন স্বার্বভৌমত্বে বসবাস করছি। স্বাধীন দেশের পতাকা তলে আজ দেশনেত্রী শেখ হাসিনা উন্নয়নের জোয়ার তুলেছে। মুজিবর্ষে শেষ হতে চলেছে দেশের বড় বড় মেগা প্রকল্পের কাজ।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ এবং মার্চ মাস অঙ্গাঙ্গী ভাবে জড়িত। বিশেষ করে ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বাধীনতার ডাক দিলে আমরা তার ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। অংশ গ্রহণ করি মুক্তিযুদ্ধে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সকল নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে।
তাহলেই দেশের প্রতি মানুষের প্রতি দরদ আসবে। মানুষের কল্যাণে কাজ করা যাবে। সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে ৭ই মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে বলেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, সহ-সভাপতি হামিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মেদ ডন, জেলা পরিষদ সদস্য আবু মুছা, উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান পিন্টু, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান , কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম দিপু, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান তরিকুল ইসলাম, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু,ওলিউল্লা, বেল্টু, টুটুল, জাহাঙ্গীর হোসেন, পলাশ আচার্জ, সাধু খাঁ, সাবেক ছাত্রলীগ নেতা সোহেল রানা শাহীন, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, ছাত্রলীগ নেতা হাসান, বাদশা, টিটন, রকি, সৈকত, তামিম প্রমূখ।