চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গায় আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন।
মাস্ক বিতরণ সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, দেশে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, প্রতিদিন গড়ে সাড়ে ৬ হাজার আক্রান্ত, এবং গড়ে মৃত্যুর সংখ্যা ৬৫। অতএব সকলকে সজাগ হতে হবে।
সরকার আগামি ১৪ তারিখ থেকে এক সপ্তাহ কঠোর লকডাউন ঘোষণা করবেন। আপনারা সরকারকে সহায়তা করবেন, নিজেদের জন্য, ভবিষ্যত প্রজন্মের জন্য।
কর্মীদের বলেন, দেশকে অস্থিতিশীল করতে মৌলবাদী শক্তি সহ একটি চক্র মাঠে নেমেছে। বিভিন্ন স্থানে ভাংচুর করছে, অগ্নি সংযোগ করছে। এদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। দলের প্রতিটি নেতা কর্মিকে সজাগ থাকতে হবে। মাঠে প্রস্তুত থাকতে হবে।
কোন প্রকার অরাজকতা করার চেস্টা করলে কঠোর ভাবে দমন করতে হবে। এই সব অগ্নি সন্ত্রাসীরা ২০১৪ সালে সারা দেশে অগ্নি সন্ত্রাস করে দেশকে অস্থিশীল করেছিল, আপনারা সকল কর্মী ঐক্যবদ্ধ হয়ে তাদের এই ঘৃণ্য স্বড়যন্ত্র রুখে দেবেন।
এ সময় এমপি ছেলুন আলমডাঙ্গা পৌর সভার ৯টি ওয়ার্ডের নেতা কর্মীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
মতবিনিময় ও মাস্ক বিতরণ সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার।
সাধারণ সম্পাদক মতিয়ার রহমার ফারুকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, হামিদুল ইসলাম, খন্দকার শাহ আলম মন্টু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, রেজাউল হক তবা, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আবু ডালিম, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, নুরুল ইসলাম, তরিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, মোল্লা কামরুজ্জামান শামীম, আব্দুল হান্নান, নুরুল ইসলাম দিপু, আশিকুজ্জামান ওল্টু, মকবুল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের মধ্যে সোনা উল্লাহ, জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম, আক্তারুজ্জামান, পরিমল কুমার কালু ঘোষ, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর সভাপতি নয়ন সরকার, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাঈন বাদশা, ছাত্রলীগ নেতা রঞ্জু, সাকিব, রকি, অটাল প্রমুখ।