আলমডাঙ্গার পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে ম্যানেজিং কমিটি। অবৈধ পদোন্নতি,বিনা রশিদে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়সহ নানা অভিযোগে ম্যানেজিং কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করে।
বরখাস্তের চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুনিয়র শিক্ষক হতে অবৈধভাবে পদোন্নতি গ্রহণ পেয়েছেন। বিনা রশিদে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়। পেশাগত অসদাচরণ,বিশেষ করে বর্তমান ম্যানেজিং কমিটির সাথে অসদাচরণ,কমিটির নির্দেশনা অমান্য করা, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত ও বহিঃ বাংলাদেশ ছুটি ছাড়াই ভারতে অবস্থান করা, কারণ দর্শানো পত্রের দাখিল না করা ইত্যাদি। এসব বিষয় তাকে গত ২০২২ সালের ৪ ডিসেম্বর, চলতি ২৪ সালের ১৩ এপ্রিল, ২৩ এপ্রিল ও ৫ মে কারণ দর্শানো পত্র প্রেরণ করা হলেও শুধু মাত্র ২৩ এপ্রিল কারণ দর্শানোর জবাব ৫ মে দাখিল করেন। ম্যানেজিং কমিটির কাছে এ জবাব সন্তোষজনক মনে না হওয়ায় পুনরায় জবাব দাখিল করার জন্য ৫ মে কারণ দর্শানে পত্র প্রেরণ করেন। কিন্তু এর কোন জবাব দেননি প্রধান শিক্ষক।
এ সংক্রান্ত বিষয়ে গত ১৩ মে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি সভা দিন ধার্য্য করলে প্রধান শিক্ষক ৪ দিনের মেডিকেল ছুটির দরখাস্ত দিয়ে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। এমতাবস্থায় গত ১৩ মে ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ১৬ মে থেকে প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সাথে ২২ মে’র মধ্যে প্রধান শিক্ষকের সকল ক্ষমতা ও দ্বায়িত্ব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে।