আলমডাঙ্গার কালিদাসপুরে বেদখল হওয়া জমির আসল মালিককে কোর্টের রায়ে বুঝিয়ে দিলো পুলিশ। গতকাল রবিবার থানা পুলিশের উপস্থিতিতে হাজী মোহাম্মদ মোরাদ আলিকে এ জমি দখল করে দেয়।
জানা গেছে, আলমডাঙ্গার পৌর এলাকার কালিদাসপুর সাদাব্রিজ প্রাঙ্গণে হাজী মোহাম্মদ মোরাদ আলি ১৯৭৮ সালে এসএ রেকর্ড অনুযায়ী হিন্দু সম্প্রদায়ের হারু লালের নিকট থেকে ২ কাঠা জমি ক্রয় করে। বর্তমানে আরএস রেকর্ডে হাজী মোহাম্মদ মোরাদ আলির মালিকানা। সে দীর্ঘদিন ওই জমিতে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে।
গত ৩ মাস পূর্বে শ্রীরামপুর গ্রামের মৃত-চাঁদ আলী জোয়াদ্দারের ছেলে আক্তার জোয়াদ্দার তার ভাই টাকু জোয়াদ্দার ওই জমি নিজের বলে দখল করে।
এই ঘটনায় হাজী মোহাম্মদ মোরাদ আলি বাদী হয়ে কোর্টে মামলা দায়ের করেন। কোর্টের আদেশ হাজী মোহাম্মদ মোরাদ আলিকে তার নিজ জমির মালিকানা ঘোষণা দেন এবং পুলিশের উপস্থিতিতে হাজী মোহাম্মদ মোরাদ আলিকে জমি বুঝিয়ে দেয়।