আলমডাঙ্গার গোপালদিয়াড় গ্রামে বাড়ির পাশ থেকে পুলিশ পরিচয়ে আলি হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অপহৃত ব্যক্তির ভাই আদম আলি বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছে।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের গোপালদিয়াড় গ্রামের নুর নবীর ছেলে জাহামত, জাহাঙ্গীর আলম ভোলা, মুস্তাকের ছেলে রিপন, আনার মন্ডলের ছেলে আমিরুল সোমবার দিবাগত রাতে বাড়ির পাশে সাউন্ড বক্সের মাধ্যমে গান বাজিয়ে ও হিজরা নাচিয়ে তারা পিকনিকের অনুষ্ঠান করে।
সোমবার দিবাগত রাতে হঠাৎ পিকনিকের লোকজন শুকুর আলীর ছেলে ডিটুর বাড়ির টিনের উপরে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এসময় ডিটু বাড়ির বাইরে আসলে তাদের সাথে তর্কে জড়িয়ে পড়ে। ডিটু পুলিশ দিয়ে ধরিয়ে দিবে বলে তাদের হুমকিও দেয়।
ওই রাতে আয়ুব আলীর ছেলে আলি হোসেন রাত ২ টার দিকে গানের শব্দে বাড়ির বাইরে আসে। পুলিশের উপস্থিতি ভেবে পিকনিক আয়োজকেরা গান বন্ধ করে দেয়।
এসময় অজ্ঞাত ব্যক্তিরা পুলিশ পরিচয় দিয়ে তাকে ধরে নিয়ে যাওয়া ঘটনাটি ঘটে।
এ বিষয়টি আলির পরিবারের লোকজনকে জানালে তারা স্থানীয় ফাঁড়ি ও থানা পুলিশের নিকট খোঁজ করলে তার কোন খোঁজ মেলেনি।
অপহরণের বিষয়ে অপহৃত আলির ভাই আদম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন।