আলমডাঙ্গা বাঁশবাড়িয়া গ্রামের মুকুল হোসেন আলমডাঙ্গা থানায় আত্মসমর্পন করেছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে থানায় হাজির হয়ে পুলিশোর হাতে ফুল দিয়ে স্বাভাবিক জীবন যাপন করার জন্য আত্মসমর্পন করে।
জানাগেছে, আলমডাঙ্গা ভাংবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে মুকুল হোসেন (৩৭) স্বাভাবিক জীবন যাপন করার জন্য থানা অফিসার ইনচার্জ আলমগীর কবিরের হাতে ফুল দিয়ে আত্মসমর্পন করে।
সে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা আবির হাসানের দূর সম্পর্কের আত্মীয় হওয়ার সুবাদে মুকুলের বাড়ীতে আসা যাওয়া করত। সে করাণে মুকুল সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত হয়ে পড়ে। সে সময় মুকুল হোসেন বাড়ি থেকে পালিয়ে যায়।
দীর্ঘ বছর ঢাকায় থাকার পর স্বাভাবিক জীবনযাপনের জন্য পুলিশের দ্বারস্থ হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের পরামর্শে আলমডাঙ্গা থানায় আত্মসমর্পন করে।
গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবিরের কাছে আত্মসমর্পন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সহ- সভাপতি আসাদুল ইসলাম।