আলমডাঙ্গার পৌর শহরে অবৈধ ভাবে স্থাপনা ও ফুটপথ দখলে উচ্ছেদ অভিযানে নেমেছে কতৃপক্ষ। মঙ্গলবার সকাল ১০ টা থেকে পৌর শহরের স্বাধীনতা স্তম্ভ মোড় হতে চারতলা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে জানান পৌর মেয়র হাসান কাদির গনু।
পৌরসভা সূত্রে জানাযায়, আলমডাঙ্গা পৌর শহরের রাস্তায় দীর্ঘদিন যাবৎ যানবহনের চাপ বাড়ছে। দীর্ঘ হচ্ছে যানজটের। এতে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। জনসাধারণের দুর্ভোগ লাঘবে উচ্ছেদ অভিযানে নেমেছে পৌর কতৃপক্ষ।
এ উচ্ছেদ অভিযানকে ঘিরে পৌর মেয়র হাসান কাদির গনু দৈনিক মেহেরপুর প্রতিদিনকে জানান, আলমডাঙ্গা পৌর শহরে বাড়ছে যানজট। এছাড়াও কিছু কতিপয় মানুষ রাস্তার পাশে ফুটপথ দখল করে দোকান নির্মাণ করেছে। এসকল দোকানের কারণে জনগণ ফুটপথ ব্যবহার করতে পারছে না।
তিনি আরো বলেন, উচ্ছেদ অভিযানের প্রথম দিনে পৌর কতৃপক্ষ সকল উচ্ছেদকৃত মালামাল জব্দ করা হচ্ছে। এছাড়াও উচ্ছেদের আওতাধীন যারা পড়েছে পরবর্তীতে তারা সরিয়ে না নিলে জরিমানা আদায় করা হবে।
পৌর শহরে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নুর, সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নূর জানান, সকাল থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। পরবর্তীতে পৌর শহরের সকল এলাকায় অবৈধ দখলদারীদের উচ্ছেদ করা হবে।