স্বপ্নে দেখা টিউবওয়েলের পানিতে কবিরাজি চিকিৎসা। এতে বিভিন্ন জেলার শত শত নারী-পুরুষ চিকিৎসা নিতে হাজির হচ্ছে আলমডাঙ্গার পোলতাডাঙ্গায়।
স্বপ্নের টিউবওয়েলের পানি সেবনে টিউমার সহ মরণব্যাধী ক্যান্সারজনিত রোগে সুফল পাচ্ছে বলে দাবি করেন কবিরাজ পায়রা খাতুন।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের পোলতাডাঙ্গা গ্রামের একরামুল হোসেনের স্ত্রী দুই সন্তানের জননী পায়রা খাতুন। সে গত ৩ বছর পূর্বে পায়রা খাতুন অজ্ঞাত রোগে আক্রান্ত হয়।
বিভিন্ন জায়গায় চিকিৎসা নিলেও রোগ নির্ণয় ও চিকিৎসা নিয়েও সুস্থ হতে পারে না। পায়রার স্বামী প্রবাস ফেরৎ একরামুল বর্তমানে সে কৃষি কাজ করে।
গত ২০২১ সালে পায়রা খাতুন ঘুমের মাঝে স্বপ্নে দেখে তার বাড়ির টিউবওয়েলের পানি পান করলে বিভিন্ন রোগ থেকে উপশম পাবে। এমন স্বপ্ন সে বারবার দেখে।
এমন স্বপ্নের পর গত ২০২১ সালে ঈদুল আজহা ঈদের দিনগত রাতে তার মাথার চুলে হঠাৎ জট বাঁধে। এতে পরিবারের লোকজন সকলে অবাক হয়ে যায়। এক পর্যায়ে পায়রা খাতুন নিজের বাড়ির টিউবওয়েলের পানি দিয়ে কবিরাজি শুরু করে। এতে অনেক সুস্থতা লাভ করেছে দাবি তাদের।
স্থানীয়রা জানায়, গত ১ বছর যাবৎ পায়রা খাতুন কবিরাজি কাজ শুরু করে। তার বাড়ির টিউবওয়েলের পানি নিয়ত করে পান করলে বিভিন্ন রোগ থেকে উপশম পাওয়া যায়।
এমন চিকিৎসার কথা চুয়াডাঙ্গা জেলাসহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ টিউবওয়েলের পানি নিতে লাইন দেয় পায়রার বাড়িতে। সপ্তাহের সোমবার ও শুক্রবার সকাল থেকে টিউবওয়েলের পানি সরবরাহ করা হয়।
কবিরাজ পায়রা খাতুন জানান, আমি স্বপ্নে দেখার পর টিউবওয়েলের পানিতে অনেক মানুষকে পানি দিয়েছি। তারা সেবন করে টিউমার ও ক্যান্সারের মত রোগ থেকে তারা উপকৃত হয়েছে। সপ্তাহে দু’দিন পানি নিতে ভিড় জমায় সাধারণ মানুষ।
তিনি আরো জানান, টিউবওয়েলের পানি সরবরাহের জন্য মোটর ব্যবহার করা হচ্ছে। ড্রামে পানি ভর্তি করে সেখান থেকে বোতলে পানি নিয়ে যাচ্ছে অনেকে। এতে তারা অনেক উপকৃত হচ্ছে।