আলমডাঙ্গার কেশবপুর প্রবাসীর ঘরে চুরির অভিযোগে রোজা (৩৫)কে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে ওই মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের কেশবপুর গ্রামের চাঁদ আলীর ছেলে রোজা। তার বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ চুরির অভিযোগ করে এলাকাবাসী।
গত জুন মাসের ২০ তারিখে কেশবপুর গ্রামের প্রবাসীর বাড়ি থেকে রাতের আধারে নগত দেড় লক্ষ টাকা ও স্বর্ণের গহনা চুরি করে নিয়ে যায়। যাবার সময় ওই বাড়িতে তার মোবাইল ফেলে যায় চোর রোজা।
সকালে উঠে ঘরের জিনিসপত্র এলোমেলো দেখে ডয়ার খুলে টাকা ও গহণা পায় না পরিবারের লোকজন। তবে, ঘরের মেঝেতে বাটন ফোন পড়ে থাকতে দেখে।
পরবর্তীতে ফোনের মালিক রোজাকে সনাক্ত করে। রোজার সাথে যোগাযোগ করতে থাকলে সে বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে প্রবাসীর পরিবার থেকে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে ২০ দিন পর চোর রোজাকে আটক করে পুলিশ। শনিবার দুপুরে সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করে পুলিশ।