আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মতিয়ার রহমান ফারুকের মতবিনিময় ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার রাত ৮ টার দিকে বন্ডবিল ৯ নং উত্তরপাড়ায় এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
দাউদ মন্ডলের সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মতিয়ার রহমান ফারুক বলেন, আমরা বন্ডবিলের মানুষের নিকট ভোট চাইতে এসেছি। যারা দীর্ঘদিন পৌরসভার নেতৃত্ব দিচ্ছে তারা শুধু নিজের স্বার্থের জন্য নির্বাচন করে। ইতোপূর্বে যারা মেয়র হয়েছে তারা আলমডাঙ্গা পৌরসভার উন্নয়নের কতটা কাজ করেছে! আজ এ পৌরসভার বন্ডবিল গ্রামে কোন রোড-লাইট নাই।
বিগত ৩০ বছর পূর্বে বন্ডবিলের রাস্তার কাজ করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক আঃ লতিফ, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, আবু মুছা সাংগঠনিক সম্পাদক, শরীফুল ইসলাম শাখা সভাপতি দেখি বাংলার রুপ ও কোষাধ্যক্ষ আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগ, সাগর আহম্মেদ শ্রম বিষয়ক সম্পাদক, নাসিম শেখ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মিজানুর রহমান রিপন প্রচার সম্পাদক, জহুরুল ইসলাম ঝন্টু সদস্য, লিপু বিশ্বাস, মোল্লা সেলিম, দেবদাস, উজ্জ্বল, আলমগীর, বাবলু মন্ডল, খায়রুল, জমসেদ, জামাল উদ্দিন, সবুজ, আরজান, মুকুল, আঃ রশিদ মোল্লা, নুর ইসলাম, যুব লীগ নেতা উজ্জ্বল, ইসমাইল হোসেন গেলা প্রমুখ।