চিকিৎসা সেবার নামে প্রতারণা করার অভিযোগে আলমডাঙ্গা পৌর শহরের হাউসপুরে অবস্থিত ফিরোজা ক্লিনিকে অভিযান করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ওই ক্লিনিক মালিককে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানাজায়, পৌর এলাকার হাউসপুর এলাকায় অবস্থিত ফিরোজা ক্লিনিকে লাইসেন্স বিহীন, নোংরা পরিবেশ ও অনুমোদন না পেয়েও ক্লিনিকে রোগী ভর্তি করে চিকিৎসা সেবার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগ ওঠে। এমতাবস্থায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এছাড়াও দ্বিতলায় অপরিকল্পিত বেড ও রান্নাঘরের অস্তিত্বও পায়।
এঘটনায় উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ ওই ক্লিনিকের ম্যানেজার আবুল কালাম আজাদকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও বিভিন্ন নির্দেশনা দেন ওই কর্মকর্তা।