আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ১৭ জনের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সরকারি জায়গা-ফুটপাত দখল করে ব্যাবসার করার অপরাধে এ জরিমানা করা হয়।
গতকাল বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী স্থানীয় সরকার পৌর সভা আইনে আলমডাঙ্গা বাজারের মাছের বাজার,তহহাট,চালের বাজার,ফলের হাটে সরকারি জায়গা দখল করে ব্যাবসা করার কারনে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে।
গত এক সপ্তাহ আগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরকারি জায়গা ছেড়ে দিতে সকলে আল্টিমেটাম দিয়ে আসে।গতকাল এক সপ্তাহ শেষ হলে আকস্মিক নির্বাহী ম্যাজিট্রেট মোঃ লিটন আলী,এস আই জিয়া সঙ্গিয় ফোর্স সহ মাছ বাজারে ঢুকে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাছ ব্যাবসায়ি আব্দুল মজিদকে ৫ শত টাকা ও ফুটপাতে থাকা ইলিশ মাছ,
শহিদ ফকির ৫ শত টাকা ও জিয়েল, চ্যাং মাছ,আব্দুর রহিম ৫ শত টাকা ও ইলিশ মাছ,হাসিবুল হক শাবুকে ৫ শত টাকা ও ইলিশ মাছ,নওলা মাছ,চালের হাটে চাল ব্যাবসায়ি জাহিদুল ২হাজার টাকা ও চালের বস্তা,সেলিম ২ হাজার টাকা,
ফলের দোকানে রবিউল কে ৫ শত টাকা,রাজ্জাক কে ৫ শত টাকা,ও ফলের কার্টুন,মুদি দোকানে লাল মোহাম্মদকে ২ হাজার টাকা,রাহাতকে ২ হাজার টাকা,জুয়েল কে ২ হাজার টাকা,রেজাকে ২ হাজার টাকা,হাসানকে ২ হাজার টাকা,
কাঁচা বাজার মসজিদ মার্কেটের জহুরুল কে ২ হাজার টাকা,বাবুল কে ২ হাজার টাকা,তোফাজ্জেল কে ২ হাজার টাকা,সুবলকে ২ হাজার টাকা মোট ২৫ হাজার টাকা জরিমানা করে।
জব্দকৃত মাছ,চাল,আটা,ফল সব কিছু আলমডাঙ্গার ৮ এতিম খানার এতিমদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।
-আলমডাঙ্গা প্রতিনিধি