আলমডাঙ্গা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। অনুর্ধ্ব ১৭ এই টুর্নামেন্টের ফাইনালে নাগদাহ ইউনিয়ন পরিষদ একাদশকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে গাংনী ইউনিয়ন পরিষদ একাদশ।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় আলমডাঙ্গা এটিম মাঠে ফাইনালে দুই দল মুখোমুখি হয়। মাঠে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রসাশক আমিনুল ইসলাম খাঁন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. আয়ুব হোসেন, উপজেলার নির্বাহি অফিসার স্নিগ্ধা দাস এবং পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু।
গত ১০ জুলাই এই টুর্নামেন্ট শুরু হয়। নক আউট ভিত্তিতে হওয়া এই টুর্নামেন্টে ১৬ টি দল অংশ নেয়। তার মধ্যে ১৫ দলের দায়িত্ব নেন ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ। একটি দলের দায়িত্বে ছিলেন পৌরসভার মেয়র। খেলা পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিহাদি জুলফিকার টুটুল ।
ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার ভুমি রেজওয়ানা নাহিদ, প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহীল কাফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর জামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ফুড ইন্সপেক্টর লিটন কুমার বিশ্বাস, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য হাসিবুজ্জামান, আনসার ভিডিপির অফিসার আজিজুল হাকিম প্রমূখ।