আলমডাঙ্গায় বদ্ধভূমি সংলগ্ন বিনোদন পার্ক নির্মাণ কাজের উদ্বোধন করেছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা -১ আসনের এমপি ছেলুন জোয়াদ্দার। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পৌর এলাকার বদ্ধভূমি প্রাঙ্গণে এ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ডিসেম্বর মাস, বিজয়ের মাসে স্বাধীনতার চেতনা যারা বিশ্বাস করে তাদের সকলের সহযোগীতায় বধ্যভূমি পার্ক নির্মাণ করা হচ্ছে। ১৯৭১ সালে আলমডাঙ্গা লাল ব্রীজ হতে পাক সেনারা সাধারণ মানুষ ধরে এই বধ্যভূমির পাশে হত্যা করেছিল। বধ্যভূমি তৈরির উদ্যশ্য নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ঠিক ইতিহাস জানান, এই বধ্যভূমি দাঁড়িয়ে আছে পাকিস্থানীদের অত্যাচার, অবিচারের সাক্ষী হয়ে।
এখানে নতুন, যারা বধ্যভূমি দেখতে আসবেন তারা মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন জানবেন, তেমন আলমডাঙ্গায় চিত্ত বিনোদনের কোন জায়গা নেই, সেই লক্ষে আজ বধ্যভূমি পার্কের নির্মাণ কাজের উদ্বোধন করা হল। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদিন গনু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মেদ ডন,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, আনিছুর রহমন মল্লিক, খন্দকার শাহ আলম মন্টু, বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক মতিয়ার রহমান ফারুক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র নাথ দত্ত, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, সাবেক পৌর সভাপতি আবু মুছা, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাইফুর রহমান পিন্টু,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,আসিকুর রহমান ওল্টু, রিপন শাহ, আহসান উল্লাহ, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সাকিব, হাসান প্রমুখ।