আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিন ব্যাপি ‘সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা’ প্যানেলের আয়োজনে বন্ধুদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় আলমডাঙ্গার মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে আনন্দ র্যালী বের হয়ে আলমডাঙ্গা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে সারা বাংলা সাংস্কৃতিক ফোরামের কো-অর্ডিনেটর এমদাদ হোসেনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা জয়েন্ট কো-অর্ডিনেটর চঞ্চল মাহমুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর, আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম, বন্ধু ৮৮ প্যানেলের জেলা জয়েন্ট কো-অর্ডিনেটর শামস আবীর, জীবননগর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মাহবুবুর রহমান বাবু, মডারেটর লাবল্য মারু, জেলা কো-অডিনেটর, ডাক্তার সাঈদ মেহবুব উল কাদির, আলমডাঙ্গা বণিক সমিতির সেক্রেটারি কামাল হোসেন, আনোয়ার হোসেন, নাসিম ফরহাদ, মিজানুর রহমান, নাসির উদ্দিন এটম, সহযোগী অধ্যাপক গোলাম মুজতবা, শারমিন দিলারা প্রমূখ।
অনুষ্ঠান শেষে ৮৮ বন্ধু প্যানেলের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বন্ধুদের মধ্যে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।