আলমডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি মজিবর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ সাঈদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, পুলিশ পরির্দশক অপারেশন একরামুল হোসাইন, পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লাল।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা শারমীন আক্তার, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ড. মাহবুব আলম, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী হাসিবুজ্জামান, সমবায় কর্মকর্তা মমতা বানু, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমীন, তথ্য অফিসার স্নিগ্ধা দাস, এরশাদপুর একাডেমির সহকারি প্রধান শিক্ষক মীর কাঞ্জুল আরেফিন, পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গৌতম কুমার পাল, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম, ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী শাহিনুর রহমান প্রমুখ। সভায় নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।