আলমডাঙ্গা কলেজ পাড়ার যুব সম্প্রদায় আয়োজিত বাউল সঙ্গীত অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে আলমডাঙ্গা শহীদ মিনার প্রাঙ্গনে যুব সম্প্রদায়ের পক্ষে হাসিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক।
এসময় তিনি বলেন, বাংলার আউল, বাউল সম্প্রদায় হচ্ছে বাংলার প্রকৃতি রুপ। বাউল সম্রাট লালনের অনুসারি যারা তারা বলেন সোনার মানুষ ভজলে সোনার মানুষ হবি।
আজ এই অনুষ্টানে সঙ্গিত পরিবেশন করবেন আলমডাঙ্গার কৃতি সন্তান দুই বাংলায় যিনি সমান ভাবে সমাদ্রিত সেই লোক সঙ্গিত শিল্পি আব্দুল লতিফ শাহ। যিনি ভারতের পুরস্কার প্রাপ্ত চলচিত্র মনের মানুষ ছবিতে লালনের চিরিত্রে প্রসেনজিৎ এর সব কটি গান লতিফ শাহ কন্ঠ দিয়েছেন, তাকে আমারা অভিনন্দন জানাই।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা পৌর সভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন।
রজবের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন বাউল শিল্পী লতিফ শাহ, সরকারি কলেজের প্রভাষক হাসিবুল হক, প্রভাষক জিয়াউর রহমান, নাট্যকার অভিনেতা রাজিবুল ইসলাম রাজিব, প্রভাষক মুরাদ হোসেন প্রমুখ।
সংগীত পরিবেশন করেন মঙ্গল, সহ বিশিষ্ট লোক সঙ্গিত শিল্পি বৃন্দ।
মেপ্র/আরপি