স্কুল ছুটি, বাড়ির পাশে চুল কাটতে গিয়ে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আয়ান (১১) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি রবিবার বেলা সাড়ে ১২ টায় জেহালা ইউনিয়নের রোয়াকুলি বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আয়ান রোয়াকুলি গ্রামের ওল্টু রহমানের ছেলে।
এঘটনায় স্থানীয়রা ওই ট্রাক চালক ও হেলপারসহ ট্রাকটিকে আটক করে। এসময় উত্তেজিত জনতা ট্রাক চালক ও হেলপারকে গণধোলাই দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই আলমডাঙ্গা থানা ও মুন্সিগঞ্জ ফাঁড়িপুলিশ। তাদের উদ্ধার করে হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ।
পরিবার সূত্রে জানাযায়, আয়ান রোয়াকুলি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। ঘূর্ণিঝড় ‘মোকা’র কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি। এসুযোগে রবিবার সকাল ১১ টায় শিশু আয়ান নিজের শখের বাই সাইকেল নিয়ে রোয়াকুলি রেলস্টেশন গেইটে মাথার চুল কাটতে যায়।
চুল কেটে বাড়ি ফেরার পথে রোয়াকুলি বটতলা মোড়ে পৌঁছালে পিছন থেকে ধাক্কা মারে বালুবাহী ট্রাক। শিশু আয়ান সিটকে রাস্তার পাশে পড়লে ট্রাকের চাকা তার মাথার উপরে উঠে যায়। ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এঘটনায় স্থানীয়রা ওই ট্রাকটিকে আটক করে। উত্তেজিত হয়ে ট্রাকের চালক ও হেলপারকে গণধোলাই দেয়। পরবর্তীতে তাদের দু’জনকে পুলিশে সোর্পদ করে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোয়াকুলি বদরগঞ্জ মোড় থেকে চুল কেটে বাইসাইকেল চালিয়ে শিশু আয়ান বাড়ি ফিরছিলো। সে বটতলা মোড়ে পৌঁছালে বালি বোঝাই ট্রাক পিছন থেকে ধাক্কা মারে। ছিটকে রাস্তার উপর পড়লে ট্রাকটি তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাক চালক ও হেলপারকে গণধোলাই করে পুলিশে দেয়।
এঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌছে শিশু আয়ানের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। রাতেই স্থানীয় কবর স্থানে শিশু আয়ানের জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়।
মুন্সিগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই তাপস কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত আয়ানের লাশ উদ্ধার করা হয়েছে। এসময় উত্তেজিত জনতার হাতে আটক ট্রাক চালক ও হেলপারকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।