আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে বিদ্যুতের ঝুলন্ত তারের সংস্পর্শে এক কৃষকের মৃত্যুর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮ টার দিকে নিজ জমিতে মাটি কাটতে গিয়ে এ দুর্ঘটনায় বজলুল হক (৪৬) নামের ওই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়।
বিদ্যুৎস্পৃষ্টে নিহতের ঘটনাটি সত্যতা নিশ্চিত করেছে কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া ফাঁড়িপুলিশের ইনচার্জ (এসআই) জামাল হোসেন।
স্থানীয়রা জানায় , কৃষক বজলুল হক বাড়ির পাশের ফইজু খালি মাঠের জমিতে চাষের জন্য মাটি কাটতে যায়। মাটি কাটার সময় ওই জমির উপর দিয়ে যাওয়া সেচের কাজের ব্যবহৃত বৈদ্যুতিক মোটরের তার বজলুল হকের মাথায় স্পর্শ হয়। এসময় তিনি ওই তার হাত দিয়ে সরিয়ে দেবার চেষ্টা করে। এতে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মারা যান বজলুল হক।
এ ঘটনায় আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) শেখ গণি মিয়া জানান, সকালে এক কৃষক বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।