বিয়ে না দেওয়ায় পিতা-মাতার উপর অভিমান করে স্কুল ছাত্র ঘাস মারা বিষ পানে আত্নহত্যা করেছে।
গতকাল বুধবার নিজ বাড়িতে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়। নিহত স্কুল ছাত্র আলমডাঙ্গা রুইতনপুর গ্রামের রাশিদুল ইসলামের ছেলে লিখন (১৭)।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইতনপুর গ্রামের রাশিদুল ইসলামের ছেলে লিখন বিয়ের জন্য প্রস্তাব দেয় তার পিতা মাতার কাছে।
লিখনের পিতা-মাতা বিয়ে দিতে রাজি না হওয়ায় তাকে গালিগালাজ দেয়। বিয়ে না দেওয়ার অভিমান গত ১৫ মার্চ দুপুর ১২ টার দিকে বাড়ির পাশের মাঠের মধ্যে ঘাস মারা বিষ পান করে।
পরিবারের লোকজন লিখনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা শেষে ৪ দিন পর বাড়িতে পাঠিয়ে দেয়। লিখন বাড়িতে চিকিৎসারত অবস্থায় দুপুর ১১ টার দিকে মারা যায়।
এ ঘটনায় লিখনের বড় ভাই বাদি হয়ে আলমডাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করে।