সাংসারিক অভাবের কোপে পড়ে ভাগ্যের চাকা ঘুরাতে মালয়েশিয়া গিয়ে অবশেষে লাশ হলো সবুজ। গত শুক্রবার ওই যুবক মালয়েশিয়া মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। সবুজ আলমডাঙ্গা উপজেলার প্রাগপুর গ্রামের তৌহিদ আলির ছেলে।
জানা গেছে, আলমডাঙ্গার হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামের তৌহিদ আলীর ছেলে সবুজ আলী ভাগ্যের চাকা ঘুরাতে গত ৫ বছর আগে মালয়েশিয়ায় যায়। জীবনকে হাতের মুঠোয় নিয়ে পানি পথে মালয়েশিয়া পাড়ি দেয়।
দূর্গম পথ পাড়ি দিয়ে সে মালয়েশিয়া পৌঁছায়। এক পর্যায়ে সে কাজ পেলে তার ভাগ্য সুপ্রসন্ন হয়ে ওঠে। গত ৯ এপ্রিল শুক্রবার সকালের দিকে সে মোটর সাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিল।
পথিমধ্যে মোটর সাৃইকেল দুর্ঘটনায় সে মারাত্মক আহত হলে তাকে স্থানীয় লোকজন একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ সংবাদ দেশে পৌঁছালে স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। বর্তমানে সবুজ আলীর লাশ হাসপাতালের মর্গে রয়েছে। তার স্বজনরা দেশে লাশ আনার প্রক্রিয়া শুরু করেছেন।