আলমডাঙ্গার ঘোলদাড়ী বাজারের এক অসহায় ভূমিহীন মহিলাকে সরকারি জমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রের সুবিচার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভূগী পরিবার। শনিবার বিকেলে ঘোলদাড়ি বাজারে এ সাংবাদিক সম্মেলন করা হয়।
লিখিত বক্তব্যে আইলহাঁস ইউনিয়নের কুঠিপাইকপাড়া গ্রামের ফজলু রহমানের মেয়ে স্বামী পরিত্যক্তা তাসলিমা খাতুন জানান, তিনি আইলহাঁস ইউনিয়ন পরিষদের তালিকাভুক্ত ভূমিহীন। গত ৬ মাস আগে ছয়ঘোরিয়া মৌজার সরকারি ভিপি ১০৬৫-৬৬-৬৭ দাগে ৫৬ শতক জমির মধ্যে ৪ শতক জমির ওপর বসতঘর নির্মাণ করে দুটি মেয়ে নিয়ে বসবাস করছেন।
ওই জমি ভেদামারি গ্রামের মৃত মুন্নাফ গাইনের ছেলে হাবিল, আকবর ও আলী হোসেন জমিটি নিজেদের দাবি করে বিভিন্ন ভাবে জমি থেকে উচ্ছেদের চক্রান্ত করছে। মামলা মকদ্দমা করে হয়রানি করছে। বাড়ির একপাশে রাতের আধারে প্রাচীর নির্মাণ করে অবরুদ্ধ করে রেখেছে।
এছাড়া তার প্রতিবেশী সুয়াত, খাইরুল, আকরম, আব্দুল একরামুলসহ তাদের স্ত্রীরা যাতায়াতের রাস্তা তৈরি করার পাঁয়তারা করছে। এছাড়া আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি ও গালিগালাজ করে আসছে।
তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ভূমিহীন অসহায় হিসেবে প্রশাসনের সহযোগিতা ও সুষ্ঠু বিচার কামনা করেছেন।