আলমডাঙ্গার কুমারী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে।
রোববার দুপুরে পরিচালিত এ অভিযানে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে, চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে আলমডাঙ্গার কুমারী বাজারে ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়। অভিযানে নোঙর কফি এন্ড স্ন্যাকস প্রতিষ্ঠানে তদারকিকালে ফ্রিজ ভর্তি মেয়াদোত্তীর্ণ পানি ও কোকাকোলা, কফি বানানোর মেয়াদ উত্তীর্ণ দুধ, বার্গারের জন্য মেয়াদ উত্তীর্ণ বনরুটি রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো ঘটনাস্থলেই নষ্ট করা হয়।
একই সময় মেসার্স রহিম স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও পণ্যের মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় ৩৮/ ৫১ ধারায় ২ হাজার টাকা ও মেসার্স শীতল মিষ্টান্ন ভাণ্ডারে মূল্যতালিকা প্রদর্শন না করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান জরিমানাকালে সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।