আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত সার ও গো-খাদ্য একসাথে রাখার দায়ে উত্তরা ট্রেডার্সে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ভাবে চাউল মজুদের বিরুদ্ধে বিভিন্ন গোডাউন পরিদর্শন করা হচ্ছিল। এসময় আলমডাঙ্গা পুরাতন বাজার এলাকার গীরিধারী লাল মোদীর উত্তরা ট্রেডার্সের গোডাউনে গিয়ে গো-খাদ্য ও সার পাশাপাশি রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উত্তরা ট্রেডার্মের ম্যানেজার সমীর সাহা জরিমানার টাকা পরিষদ করেন। এদিকে দীর্ঘদিন ধান মজুদ রাখায় ১০ দিনের মধ্যে তা বিক্রি করে দেওয়ার নির্দেশ ও গোডাউন সিলগালা করে দেওয়া হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মালেক,থানার এসআই আমিনুল ইসলামসহ থানার একদল ফোর্স।