আলমডাঙ্গার ঘোষবিলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর সাড়ে ৩ টার দিকে ঘোষবিলা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের বাবলুর ছেলে খোকন (৩৭)। সে দীর্ঘদিন গাঁজা সেবন করে আসছিলো। গাঁজা সেবনের কারণে পরিবারে লোকজনে উপরে নির্যাতন করতো।
এমন সংবাদের ভিত্তিতে জামজামি ফাঁড়িপুলিশ ঘোষবিলা গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক সেবী খোকনের বাড়ি থেকে ৪ পুরিয়া গাঁজাসহ সরাঞ্জাম উদ্ধার করে।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরকে অবহিত করেন। দুপুর ৩ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত হয়ে খোকনকে ১ বছরে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। এছাড়াও ১ হাজার টাকা জরিমানা করে।