আলমডাঙ্গার আনন্দধামে গাঁজা সেবনের দায়ে সোহেল নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নূর এ আদালত পরিচালনা করেন। সোহেল রানা আলমডাঙ্গা পৌর এলাকার মকবুল হোসেনের ছেলে।
আদালত সূত্রে জানাযায়, সোহেল দীর্ঘদিন যাবৎ গাঁজা ও ব্লুপোরোফাইন ইঞ্জেকশনের মাধ্যমে নেশাদ্রব্য সেবন করে আসছিলো। নেশাগ্রস্ত অবস্থায় সে পরিবারের লোকজনকে মারপিট করতো। এমন অভিযোগে ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ সোহেলকে তার নিজ বাড়ি থেকে গাঁজা ও ব্লুপোরোফাইন ইঞ্জেকশনসহ তাকে আটক করে।
পরে, আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নূর আনন্দধাম সোহেলের বাড়িতে উপস্থিত হয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নূর জানান, সে দীর্ঘদিন মাদক সেবন করে আসছিলো। সোমবার দুপুরে আদালতে মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।