আলমডাঙ্গার মোড়ভাঙ্গায় মানসিক রোগে আক্রান্ত শিউলি খাতুন নামের এক নারী গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে।
শনিবার দুপুর ১ টার দিকে শিউলির পিতার বাড়ি মোড়ভাঙ্গা গ্রামে এ আত্নহত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় শিউলির পিতা বাদি হয়ে আলমডাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেন।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের মোড়ভাঙ্গা গ্রামের ইলুমদ্দিনের মেয়ে শিউলি খাতুন (৩২)। সে দীর্ঘ ১২ বছর যাবৎ মানসিক রোগে ভুগছিলো। তাকে পাবনার মানসিক হাসপাতালে নিয়মিত চিকিৎসা কার্যক্রম চলছিলো।
শিউলি খাতুন মানসিক রোগী হওয়ায় প্রথম স্বামীর নিকট ডিভোর্সের পর গত ৩ বছর পূর্বে রোয়াকুলি গ্রামের জহুরুলের সাথে বিবাহ হয়। বিবাহ পর থেকে সে তার পিতার বাড়ি মোড়ভাঙ্গাতে থাকে এবং চিকিৎসা করে।
শনিবার দুপুর ১ টার দিকে মোড়ভাঙ্গায় তার পিতার বাড়িতে নিজ ঘরের ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে।
এ ঘটনায় খবর পেয়ে শনিবার দুপুরে আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) অপারেশন একরাম হোসেন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়। সুরতহাল রিপোর্ট শেষে দাফন সম্পন্ন করে শিউলির পরিবারের লোকজন।