আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে । গতকাল শনিবার প্রথম দিন ৭০ জন ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই-বাছাই কমিটির সভাপতির দ্বায়িত্ব পালন করেন ৭১ সালে মুক্তিযুদ্ধকালীন গেরিলা কমান্ডার জামুকার প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান।
সদস্য সচিবের দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী, এমপির প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু, জেলা প্রশাসকের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা খোসদেল আলী, সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন।
এ ছাড়াও লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা ভুক্ত মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান জোয়ার্দার সুলতান, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লাল্টু, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন আহম্মদ, প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম।
সভায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়েরবিধি অনুসারে যাচাই-বাছাই কার্যক্রম চালানো হয়েছে বলে সদস্য সচীব উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী জানান। মোট ১শত ৩৮ জনের মধ্যে গতকাল শনিবার ৭০ জনের যাচাই করা হয়েছে।