আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদের স্বরণে দোয়া ও আলোচনা সভা করেছে।
গতকাল বুধবার সন্ধ্যায় মেয়র প্রার্থীর নির্বাচনি অফিস প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে জেলা কৃষকলীগের সহ-সভাপতি আসাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে উদ্বুদ্ধ করা।
সেই সময় বাঙালি জাতিকে উদ্বদ্ধ করে পাকিস্তানি সেনাবাহিনীদের বিরুদ্ধে দাঁড় করিয়ে বিজয়টাকে ছিনিয়ে এনেছিলো বাংলার দামাল ছেলেরা।
এই যুদ্ধে যারা শহীদ হয়েছেছিলো তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। অনেক মা বোন যারা ইজ্জত দিয়েছিলেন, তার বিনিময়ে স্বাধীন বাংলা অর্জন করেছি। তাদেরকে আমরা স্মরণ করতে চাই।
৫০ বছর পেরিয়ে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে চলেছে।
এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহীল দিপক, হাজী বিস্কুট, হাজী নুরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ কামরুল ইসলাম, শিক্ষক রেজাউল, সামিম, ব্যবসায়ী কাজেম আলি, আব্দুর রাজ্জাক, সাবেক কমিশনার শফি উদ্দিন, আমেরিকা প্রবাসী টেমস, ছনি, নিপ্পন,তাইফুর, আলিফ, প্রিন্স, লক্ষণ, চন্দন, মিকাইল, বাবু, বিশু ঘোষ, ডা.হাফিজুর, মালেক, হুমায়ন, হাফিজ,আতিয়ার প্রমুখ।