আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে যথাযথ মার্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুর রশিদ মোল্লা, প্রশান্ত অধিকারি, জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, জেলা সদস্য সিরাজুল ইসলাম, আবু মুছা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, হামিদুল ইসলাম, আনিসুর রহমান মল্লিক, যুগ্ম সাধারন সম্পাদক কাজী রবিউল হক, সাংগাঠনিক সম্পাদক আতিয়ার রহমান, কাজী খালেদুর রহমান অরুনি, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন,সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক,যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, কৃষি বিষয় সম্পাদক আব্দুল মালেক, ক্রীড়া সম্পাদক মহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মেদ ডন, খন্দকার মজিবুল হক, কামাল হোসেন, সাজ্জাদ হোসেন স্বপন,সাহিন,আলম হোসেন,পরিমল কুমার কালু ঘোষ,মহিলা লীগের নেত্রী কাউন্সিলর রাবেয়া খাতুন,শাহনাজ পারভীন,মনিরা খাতুন,নাজমুন নাহার,শ্রমিক লীগের সভাপতি আব্দুল কুদ্দস,আমিরুল ইসলাম ,সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক,পৌর সভাপতি নয়ন সরকার,সৈকত,প্রমুখ।এর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন।অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯ টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর মুরালে মাল্যদান করেন,আলমডাঙ্গা উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন,ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মেদ ডন,মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু,উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর,ওসি সাইফুল ইসলাম,উপজেলা প্রশাসনের পক্ষে মাল্যদান করেন,উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর,ওসি সাইফুল ইসলাম,কৃষি অফিসার হোসেন শহীদ সোহরোয়ার্দি,প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি,শিক্ষা অফিসার আব্দুল বারি,প্রকল্প কর্মকর্তা এনামুল হক,উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা,মৎস কর্মকর্তা কামরুন্নাহার আখি,মহিলা বিষযক কর্মকর্তা মাকসুরা জান্নাত,বিআরডিবি কর্মকর্তা শায়লা সারমিন,কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা,পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জমান খান,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার,সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম,বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জমান,মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ভারপ্রাপ্ত কমান্ডার উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর,বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুর রশিদ মোল্লা,বীর মুক্তিযোদ্ধা ডাঃ শাহাবুদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু,বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন,বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম,ওসি সাইফুল ইসলাম,আলমডাঙ্গা সরকারি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ারের নেতৃত্বে একটি বিশাল র্যালী সহকারে শিক্ষক ছাত্র মিলে মাল্যদান করেন,সোনালী ব্যাংকের ম্যানেজারের নেতৃত্বে মাল্যদান করেন,পল্লিবিদ্যুৎ অফিসের এজিএম শামিম হুসাইনের নেতৃত্বে মাল্যদান করেন,আবাসিক প্রকৌশলী হাবিবুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।এছাড়াও আলমডাঙ্গা মডেল স্কুল,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,সিদ্দিকিয়া মাদ্রাসা,কলেজিয়েট স্কুল,সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্টান মাল্যদান করেন,এবং ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেন।
এদিকে, সকাল সাড়ে ১০ টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজের হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মেদ ডন,মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু,থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুর রশিদ মোল্লা,বীর মুক্তিযোদ্ধা ডাঃ সাহাবুদ্দিন আহম্মেদ,বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু,বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন,সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার,প্রেসক্লাবের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম,সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম,মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান,সরকারি স্কুলের সকল শিক্ষক মন্ডলী,ছাত্র,ছাত্রী,সরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।উপস্থাপনা করেন শামিম রেজা।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়িদের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।